টেকনিক্যাল মোড় অবরোধ

পোশাকশ্রমিকদের সরিয়ে দিলো ছাত্রলীগের নেতারা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

সাহস ডেস্ক

রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখা পোশাকশ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। সাড়ে ১২টার দিকে বাংলা কলেজ শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে সড়কে অবস্থান নিতে যায়। ছাত্রলীগের নেতারা পোশাকশ্রমিকদের মুখোমুখি হওয়ার পর ধাক্কাধাক্কিও হয় সেখানে। পরে দুপুর ১টার দিকে টেকনিক্যাল মোড় থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।

এর ফলে কল্যাণপুরের দিক থেকে গাবতলীমুখি যান চলাচল শুরু হয়েছে। তবে দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় টেকনিক্যাল মোড় থেকে মিরপুরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বেতন-ভাতার সমন্বয় ও কারখানায় দুই শ্রমিককে মারধরের অভিযোগ এনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়া সিনেমা হলের কাছে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই এলাকায় কয়েকটি কারখানার পোশাকশ্রমিক। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ দুই ঘণ্টা হওয়ার পরও সেখানে মালিক সংগঠন, কিংবা পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত