৮ কোটি টাকা উদ্ধারের মামলায় অপু ৫ দিনের রিমান্ডে

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:০২

সাহস ডেস্ক

রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা নূর উদ্দিন অপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারী শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ৪ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে অপুকে গ্রেপ্তার করে র‍্যাব ১-এর একটি দল। 

পুলিশ সূত্র জানায়, নূর উদ্দিন অপু ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মতিঝিলে সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাটেড করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান থেকে আট কোটি টাকা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় মতিঝিল থানায় মানি লন্ডারিং মামলা করে র‍্যাব। ওই মামলায় আসামি নূর উদ্দিন অপুকে গ্রেপ্তার দেখানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত