সাতক্ষীরায় সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন পেতে ৮ নারীর দৌড়ঝাঁপ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

সাতক্ষীরা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিয়েছেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী আওয়ামী লীগ ও তাদের শরীক দলগুলোর নবনির্বাচিত এমপিরা। আগামীকাল ৭ জানুয়ারি শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর পরপরই শুরু হবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনয়নের প্রক্রিয়া।

ইসি প্রক্রিয়াগত সময়সীমা বেধে দেওয়ার সাথে সাথেই নড়েচড়ে বসেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। আর এ সংখ্যা সাতক্ষীরায় একেবারেই কম নয়। এজন্য ইতোমধ্যে অন্তত আটজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেছে।

এরা হলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শহীদ স ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম মেধা, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরা, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সুরাইয়া ইয়াসমিন রত্না, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী কবি সালেহা আক্তার, সাতক্ষীরার মেয়ে ঢাকা মহানগর উত্তরের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডেন্টিস্ট আদেলী এদিব খান ও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের স্ত্রী চৌধুরী নুর জাহান মঞ্জুর।

এদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শহীদ স ম আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভীন সেঁজুতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম মেধা সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি বলেন, মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। দলীয় মনোনয়নপত্র কিনবো। আশা করি, দল আমার উপর আস্থা রাখবে।

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎন্সা আরা বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি। দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম মেধা বলেন, নারী উন্নয়নে ভূমিকা রাখতে দলীয় মনোনয়ন চাইবো। আশা করি দল বিবেচনা করবে।

ঢাকা মহানগর উত্তরের সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডেন্টিস্ট আদেলী এদিব খান বলেন, আমি ছাত্রকাল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আশা করছি, দল তরুণ প্রার্থীদের প্রাধান্য দেবে।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি বলেন, আমি সাতক্ষীরার উন্নয়নের অংশীদার হতে চাই। এজন্য সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চাইবো।

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের স্ত্রী চৌধুরী নুর জাহান মঞ্জুর বলেন, আগামীতে আমরা সাতক্ষীরায়ই সেটেল হবো। এজন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। একই সাথে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন চাইবো বলে সিদ্ধান্ত নিয়েছি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত