ডা. তপন বসু’র উপর হামলায় শ ম রেজাউল করিমের নিন্দা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৮

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও ডা. তপন বসু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মনোনীত প্রার্থী ডা. তপন বসু (৬৮) সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। 

এক বিবৃতিতে শ ম রেজাউল করিম বলেন, ডা. তপন বসুর উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। একই সাথে তিনি এ হামলার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবী জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের ল’ইয়ার্স প্লাজায় থাকা নিজস্ব ডাক্তারী চেম্বারে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মনোনীত প্রার্থী ডা. তপন বসু (৬৮) সন্ত্রাসী হামলায় আহত হন। বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ডা. তপন বসু জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তাকে কয়েক দিন অপরিচিত লোক বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।

তবে বিশেষজ্ঞদের মতে নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিমের বিজয় যখন সুনিশ্চিত ঠিক তখনই কোন তৃতীয় পক্ষ সুপরিকল্পিভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত