চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে বাগিচাপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

গত ১ মাসে ( ১৭ নভেম্বর-১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত দুটি বিজিবি ব্যাটালিয়নের (৫৩ ও ৫৯) চলমান ও পৃথক ১১টি অভিযানের মাধ্যমে ভারত থেকে আনা ১৮টি পিস্তল, ৬৫ রাউন্ড গুলি, ১৯টি ম্যাগাজিন ও সাড়ে ১৫ কেজি গানপাউডার উদ্ধার হল।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালউদ্দিন রবিবার ভোরের অভিযানটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২ থেকে ৩ শ’ গজ বাংলাদেশের ভেতরে একটি কলাবাগানে তল্লাশী চালিয়ে প্লাস্টিকে মোড়ানো অস্ত্র পাওযা যায়।

অধিনায়ক আরও বলেন, উদ্ধার অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করে মামলা করা হবে।

সাহস২৪.কম/ইতু/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত