ইমরান এইচ সরকারের মনোনয়ন গ্রহণের নির্দেশ উচ্চ আদালতে

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৬

রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

রবিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২ ডিসেম্বর রবিবার সকালে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ইমরান সরকারের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। এরপর নির্বাচন কমিশন তার বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানি করে। মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ১০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হয়। এ গণআন্দোলনে মুখপাত্রের দায়িত্ব পালন করেন ইমরান এইচ সরকার। গণআন্দোলনের মুখে সরকার আইন সংশোধন করে এবং আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসি হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত