রাজাপুরে গাছের সাথে পুলিশবাহী বাসের ধাক্কায় আহত ২০

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০৩

রহিম রেজা

ঝালকাঠির রাজাপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশবাহী একটি বাস নিয়ন্ত্রণ খাদে গাছের সাধে ধাক্কা লেগে ১০ নারী পুলিশ সদস্যসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নৈকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, ৩৬ জন পুলিশ সদস্য নিয়ে খুলনা থেকে ফায়ারিং শেষে ফিরছিলো বরিশাল মেট্রোপলিটন পুলিশের বাসটি। পথিমধ্যে নৈকাঠি নামক স্থানে বাসটি এলে সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে এসআই আক্তার, এসআই হাফিজ, নারী কনেস্টবল মাহফুজা, হাফিজা, শাহনাজ, লিমা, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, মনিয়া, তামান্না, শামিমা, সুরাইয়া, তন্নিসহ অন্ততঃ ২০ সদস্য আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জনকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। 

আহতরা জানায়, বেকুটিয়া ফেরিতে ওঠার সময় গাটিতে ত্রুটি দেখা দেয়, তখন গাড়ির সামনের চাকার নাট লাগালেও ত্রুটি থেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত