লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের নিজপাড়ায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ জাকির হোসেন ওই এলাকার কাজিচওড়া গ্রামের আজিজার রহমান ওরফে আজিজ মিলেটারির ছেলে।

লালমনিরহাট সদর থানা ওসি মাহফুজ আলম জানান, রাতে মাদকের চালান নিয়ে কয়েকজন মাদক বিক্রেতা নিজপাড়ায় এসেছেন-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। টের পেয়ে মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি দু’টি মাদক ব্যবসায়ী জাকিরের দুই পায়ে লাগে। এক পর্যায়ে অন্য মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় জাকিরকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, জাকিরের বিরুদ্ধে থানায় ৯টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। যার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১টি মামলা দায়ের করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত