সংসদ নির্বাচনে বিএনপি থেকে লড়বেন ১০ নারী প্রার্থী

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০

সাহস ডেস্ক

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মাঝে বিএনপি ২০৬ জনের তালিকা প্রকাশ করেছে। এদের মাঝে নারী প্রার্থী রয়েছে দশজন। অন্যদিকে ক্ষমতাসীন দলের নারী প্রার্থীর সংখ্যা ১৬ জন। তাদের মধ্যে কণ্ঠশিল্পী ও সর্বকনিষ্ঠ প্রার্থীও রয়েছেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

বিএনপির এ ১০ নারী প্রার্থী হলেন- ঢাকা-১১ আসনে শামীম আরা বেগম, ফরিদপুর-২-এ শামা ওবায়েদ, রংপুর-৩-এ রিটা রহমান, নাটোর-১-এ কামরুন্নাহার, নাটোর-২-এ সাবিনা ইয়াসমিন ছবি, সিরাজগঞ্জ-১-এর রুমানা মোরশেদ কনকচাঁপা, ঝালকাঠি-২-এ জেবা আমিন খান, শেরপুর-১-এ ডা. সানসিলা জেবরিন, নেত্রকোনা-৪-এ তাহমিনা জামান শ্রাবনী এবং কক্সবাজার-১ আসনে হাসিনা আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এ নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এ নির্বাচনে আছি।’

বাকি ৯৪ আসনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তির পর বাকি আসনগুলোর বিষয়ে জোট ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত