তৃতীয় দিনের শুনানিতে বৈধ-অবৈধ যারা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:০৯

সাহস ডেস্ক

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে প্রার্থীদের করা তিনদিনের আপিলের শুনানি ও নিষ্পত্তি আজ শেষ দিনের মতো শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবনের ১১তলার এজলাসে শুনানি করছেন। আজ মোট ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন আপিলে বৈধ প্রার্থীরা হলেন-
জামালপুর-৩-এ নঈম জাহাঙ্গীর, নেত্রকোনা-১-এ আব্দুল কাঈয়ুম খান, ময়মনসিংহ-৬-এ চৌধুরী মুহাম্মাদ ইসহাক, চট্টগ্রাম-৯-এ মো.মোরশেদ সিদ্দিকি, চাঁদপুর-৪ জেড খান মো.রিয়াজ উদ্দিন, খাগড়াছড়ি নতুন কুমার চাকমা, চট্টগ্রাম-৫-এ নাসির উদ্দিন, বান্দরবান- মামাচিং, ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, রাজশাহী-৫-এ মো.আবু বকর সিদ্দিকি, রাজশাহী-৬-এ মো.আবু সাইদ চাঁদ, জয়পুরহাট-১-এ মো.আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫-এ মো.আলী আলম।

যশোর-৫-এ মো.ইবাদুল খালেসী, কুষ্টিয়া-৪-এ মো.তছির উদ্দিন, ঝিনাইদহ-২-এ আবু তালেব সেলিম, যশোর-১-এ মো.সাজেদুর রহমান, যশোর-৪-এ লিটন মোল্লা, যশোর-৫-এ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-১-এ মোসা. মেরিনা আক্তার, টাঙ্গাইল-১-এ ফকির মাহবুব আনাম স্বপ্ন।

তৃতীয় দিন আপিলে অবৈধ বা বাতিল হওয়া প্রার্থীরা হলেন-
নেত্রকোনা-১-এ মো.এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪-এ কামরুল ইসলাম মো.ওয়ালিদ, ময়মনসিংহ-৯-এ আলমগীর কবির, ময়মনসিংহ-৭-এ এম.এ রাজ্জাক খান, নেত্রকোনা-৫-এ মো.জাকির হোসেব, ময়মনসিংহ-১-এ একে এম লুতফর রহমান (বহালের বিরুদ্ধে), ময়মনসিংহ-৩-এ নাজনীন (অনুপস্থিত), নেত্রকোনা-৪ শফী আহমেদ, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ, জামালপুর-৫ ইঞ্জিয়ার মোহাম্মদ আলী (অনুপস্থিত), ময়মনসিংহ-১১ এস.এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মো.সামীউল আলম, কুমিল্লা-৩ আহসানুল কিশোর।

কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৫ মীর মো.হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ শাহ মফিজ, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া-২ মো.মহিউদ্দিন মোল্লা, ফেনী-৩ আনোয়ার কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, কুমিল্লা-৪ ইরফানুল সরকার,ব্রাহ্মণবাড়িয়া-৩ জামাল রানা, বান্দারবান- ডানাই দ্রু নেলী, ব্রাহ্মণবাড়িয়া-৩ মো.ওমর ইউসুফ, যশোর-২ মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি, ঝিনাইদহ-২ মশিউর রহমান, যশোর-২ এ বি এম আহসানুল হক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত