নির্বাচনের পর ডিজিটাল আইনে পরিবর্তন আনা হবে: গওহর রিজভী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী জানিয়েছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ডিজিটাল আইনে পরিবর্তন আনা হবে।’

আজ ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা ও ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৮’ এর প্রধান অতিথি ছিলেন গওহর রিজভী। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা ডিজিটাল আইনের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান বাধা এখন ডিজিটাল আইন। এর পরিপ্রেক্ষিতে গওহর রিজভী নির্বাচনের পর ডিজিটাল আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানান।

গওহর রিজভী বলেন, ‘বিভিন্ন সময় আইন প্রয়োগে ত্রুটি ধরা পড়ায় পার্বত্য ভূমি আইনে পাঁচবার সংশোধন আনা হয়েছে। নির্বাচনের পর গণমাধ্যম ও সুশীল সমাজের সঙ্গে আরও কথা বলে ডিজিটাল আইনেরও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।’

তিনি আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা হলো সভ্যতার ভিত্তি। মত প্রকাশ ছাড়া সভ্য সমাজ তৈরি হতে পারে না। মত প্রকাশকে কোনোভাবে নিয়ন্ত্রণও করা যাবে না। মত প্রকাশের ক্ষেত্রে একটি বাধা তৈরি হলে গোটা ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে।’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা আসলে আইন দিয়ে ঠেকানো যায় না। যেখানে দুর্নীতি থাকে, সেখানেই দারিদ্র্য থাকে। দুর্নীতিমুক্ত না করে কোনো দেশকে দারিদ্র্যমুক্ত করা যায় না।’

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে গওহর রিজভী বলেন, ‘সম্প্রতি এক ধনাঢ্য ব্যক্তির ছেলে ধর্ষণ করল তাদের বাড়ির বিয়েতে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা গেলেন। এটি সামাজিক দৈন্য।’

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘ডিজিটাল আইন তৈরি করে একটি ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এ আইনের কারণে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত