অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২৯

সাহস ডেস্ক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার কারণ নির্ণয় করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, শিক্ষাবিদ, মনোবিদ ও আইনবিদকে নিয়ে এই কমিটিতে রাখতে বলা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয় করে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের বিষয়ে এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল হকের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

এর আগে মঙ্গলবার সকালে সুপ্রিম ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও আইনজীবী জেসমিন সুলতানা সম্মিলিতভাবে অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনা সংক্রান্ত পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন। এরপর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি নিয়ে স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত