বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আক্তার জাহান রুম্পা (২৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রুম্পা চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে ও সিলেটের ওসমানীনগর বাট আই হাসপাতালের চিকিৎসক ছিলেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোরে বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে। একটি চক্ষু হাসপাতালে সাক্ষাৎকার দিতে তিনি ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।

তেজগাঁও থানার এসআই মিনহাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিজয় সরণি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা রুম্পা নামের একজন নারীর মৃত্যু হয় এবং অটোরিকশা চালক আহত হন। তবে দুর্ঘটনার পর অটোচালককে খুঁজে পাওয়া যায়নি। কোন বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে তাও জানা যায়নি।

নিহত নারীর স্বজন মহসিন ফারুক জানান, রুম্পা সিলেটের ওসমানীনগর এলাকায় থাকতেন। সিলেট থেকে রাজধানীর বাংলাদেশ আই হাসপাতালে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসেন রুম্পা। ভোরে অটোরিকশাযোগে শ্যামলী যাওয়ার পথে বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রুম্পার মরদেহ শনাক্ত করেছি।

দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মিনহাজ।