কিশোরগঞ্জে ২১ জনের মনোনয়ন বাতিল

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে বাছাইয়ের পর ৫৫ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হচ্ছেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করা হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বিএনপির চারজন বিকল্প প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম ও খালেদ সাইফুল্লাহ সোহেল খান, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে সুরঞ্জন ঘোষ।

মনোনয়ন বাতিল হওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির দুজন, বিকল্পধারা বাংলাদেশের একজন, জেএসডির দুজন, সিপিবির দুজন, ইসলামী আন্দোলনের তিনজন, মুসলীম লীগের একজন, জাসদের একজন ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত