খালেদা জিয়াকে দিয়ে চিঠি বিতরণ শুরু বিএনপির

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৫১

বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি। এর আগে অসুস্থতাজনিত কারণে অনানুষ্ঠানিকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে বরিশাল-৫ আসনের মনোনয়নের চিঠি দেওয়া হয়।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

সোমবার দুপুরের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীদের চিঠি বিতরণ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়। প্রথমে বরিশাল বিভাগের চিঠি বিতরণের পর এদিন সন্ধ্যায় রংপুর বিভাগ এবং রাতে দেওয়া হবে রাজশাহী বিভাগের চিঠি।

রংপুর বিভাগে মনোনীতদের একটি তালিকা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে গণমাধ্যমের হাতে এসে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি।

রংপুর বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন যারা-

রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন চিঠি পেয়েছেন।

রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলীকে প্রত্যয়নপত্র দেয়া হয়েছে।

রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন।

রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা।

রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে একক মনোনয়ন দেয়া হয়েছে।

এরইমধ্যে নেতাকর্মীরা কার্যালয় ঘিরে ভিড় জমাতে শুরু করেছেন। নিজ নিজ নেতার পক্ষে মনোনয়নপ্রত্যাশায় জড়ো হচ্ছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত