আগুন সন্ত্রাস আবার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:০৫

সাহস ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আগুন সন্ত্রাস আবার শুরু হয়েছে’ মন্তব্য করে বিএনপিকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আমি তাদেরকে বলব, নির্বাচনে যেহেতু আসবে সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠভাবে হয় সেটাই চেষ্টা করা। অন্তত নির্বাচন বানচালের চেষ্টা যেন তারা না করে।”

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার সূচনা বক্তব্যে ‘সাজাপ্রাপ্ত ও খুনিদের’ সঙ্গে ঐক্য করা নেতাদেরও সমালোচনা করেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি। সুবর্ণ জয়ন্তি যখন আমরা উদযাপন করব আমি চাই না বাংলাদেশে কোনো দরিদ্রতা থাকুক। কাজেই দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলব। সেটাই আমাদের লক্ষ্য।’

দেশ ও দেশের বাইরে সফরে গেলে প্রায়ই নানান মূল্যবান উপহার ও পুরস্কার পান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এসব মূল্যবান উপহার  নিজের কাছে না রেখে সরকারের তত্ত্বাবধানে রাখতে অনুশাসন জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই বঙ্গভবনের তোশাখানায় এসব মূল্যবান জিনিসপত্র রাখা হতো। কিন্তু সংরক্ষিত এলাকা হওয়ায় বঙ্গভবনের তোশাখানা সবার জন্য উন্মুক্ত নয়। তাই মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘর প্রকল্প এলাকায় তোশাখানা জাদুঘর নির্মাণের পরিকল্পনা করে বর্তমান সরকার।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। আর এ স্বাধীনতাকে অর্থবহ স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে ইনশা আল্লাহ পৌঁছে দিয়ে বাংলার মানুষকে একটা সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী জীবন আমরা দিতে পারব।’

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আমরা সবাই জানি যে আমরা লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাসে আমরা উন্নীত হয়েছি।’ তিনি আরো বলেন, ‘এই যে ডেভেলপিং নেশনের স্ট্যাটাস যেটা পার্মানেন্টলি পেতে যাচ্ছি সেটা প্রাপ্তির লক্ষ্যে সেনাবাহিনী একজন সক্রিয় অংশীদার হিসেবে আপনার সরকার কর্তৃক বা আগামী দিনেও আপনার নির্দেশনায় যেকোনো দায়িত্ব পালনে আমরা স্থায়ী অংশীদার হয়ে থাকতে চাই।’

আগামী বছরের শেষ নাগাদ তোশাখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়  এই অনুষ্ঠানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত