টাঙ্গাইলের এক আসনেই মনোনয়ন কিনলেন ১৪ জন

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৫:৪২

টাঙ্গাইল প্রতিনিধি

দেশের অন্যতম বৃহত্তম ও জনগুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইলে আটটি সংসদীয় আসন থাকলেও আগামী একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে ১৪ জন প্রার্থী একই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন।

দলীয় মনোনয়ন কেনার এমন হিড়িক পড়ার দৃশ্য পাশাপাশি দুটি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের। বর্তমান সংসদ সদস্য বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ থাকায় এ আসনে প্রার্থীর সংখ্যা অন্যান্য আসনের তুলনায় অনেক বেশি। জেলার আটটি আসনের মধ্যে এ আসনটি প্রার্থী পরিবর্তন হচ্ছেই এমন ধারনা থেকেই সম্ভাব্য প্রার্থীর তালিকা বেড়েছে কয়েক গুন। নির্বাচনকে ঘিরে হাতে গুনা কয়েকজনকে সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলে তুলে ধরে গণসংযোগ করতে লক্ষ্য করা গেলেও দলীয় মনোনয়ন বিক্রি শুরু হওয়ার পরপরই বেড়েছে প্রার্থীর সংখ্যাও।

দলীয় মনোনয়ন কেনা ১৪ জন হলেন-

বর্তমান সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান, বর্তমান সংসদ সদস্যের ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন, হারুনুর রশীদ বীর প্রতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এডভোকেট শামসুল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা রফিকুল ইলমাম মঞ্জু, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম মিয়া, এ কে এম শহিদুর রহমান এবং আসলাম খান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত