কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

কক্সবাজারের টেকনাফে দু’দল মাদকবিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল বশির শাহীন ওরফে শহীদ (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

১০ নভেম্বর (শনিবার) ভোর তিনটার দিকে উপজেলার হ্নীলা দরগাপাড়া সংলগ্ন আশ্রয়কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ।

মৃত জিয়াউল হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার সৈয়দ আহমদের ছেলে ও মাদকবিক্রেতার বলে শনাক্ত করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘ওই এলাকায় দু’দল মাদকবিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়েই মাদকবিক্রেতারা গুলি ছোড়া শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হন। একপর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হঠলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ ও তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি জানান, ‘আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় পুলিশের উপর হামলা, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি প্রদীপ।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত