আইন মেনেই তফসিল ঘোষণা করেছে ইসি: ওবায়দুল কাদের

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

সাহস ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে। এর পর আমরা একটি নিয়মের মধ্যে চলে গেছি। তফসিল ঘোষণার পর তারা আন্দোলনের কর্মসূচি দেবে এটি গণতন্ত্রের পরিপন্থী। তাদের আন্দোলনে জনগণে সায় দেবে না।’

শুক্রবার (৯ নভেম্বর) সকালে দলের মনোনয়ন ফরম বিক্রির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের ফল শূন্য, এটি বলা যাবে না। তারা যে তালিকা দিয়েছেন, তা নিয়ে কাজ শুরু হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী মনোনয় সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। তারপর জাতীয় সংসদের স্পিকারের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন হুইপ আ স ম ফিরোজ।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর করির নানক, আবদুর রহমান, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, মহিবুল হাছান নওফেল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত