‘কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না’

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৩০

সাহস ডেস্ক

‘সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না’ বললেন- নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

৯ নভেম্বর (শুক্রবার) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মিছিল, মশাল মিছিল বা শোডাউন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছি।’

সচিব বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। এক্ষেত্রে যারা পোস্টার, তোরণ, গেটসহ নানা ধরনের প্রচারণা চালিয়েছে, নিজ উদ্যোগে তাদের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রচারণা চালানো যাবে না। প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে আমরা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারদেরও নির্দেশনা দিয়েছি।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘অনিবন্ধিত দল কোনো নিবন্ধিত দলের সঙ্গে জোট করে নির্বাচন করার আইন নেই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্যরা প্রার্থী হলে, আইনগতভাবে তাদের আটকানোর কোনো আইন নেই।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়ে তিনি বলেন, ‘আগামী রবিবার থেকে সম্ভাব্য প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত