x

এইমাত্র

  •  করোনাভাইরাসে নতুন আক্রান্ত আরও পাঁচজন
  •  করোনা: মক্কা-মদিনায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ
  •  ঢামেকে আইসোলেশনে দু'জনের মৃত্যু, করোনা পরীক্ষায় নেগেটিভ
  •  করোনাভাইরাস: সতর্ক করে চিঠি লেখা ক্যাপ্টেনকে অপসারণ করলো মার্কিন নৌবাহিনী
  •  করোনোভাইরাস: সারাবিশ্বে আক্রান্ত সংখ্যা ১০ লাখের বেশি, মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়ালো

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক নিহত

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৮

সাহস ডেস্ক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা চাপা পড়ে এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে খনির উপরিভাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত চীনা শ্রমিকের নাম সানজিং সেং।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বলেন, কয়লা খনির ভূ-গর্ভ থেকে কয়লা বেল্টের মাধ্যমে ভূ-পৃষ্ঠে আসছিল। এ সময় ভূ-পৃষ্ঠের উপরে সার্ফেস হপারে কয়লা পরিবহন বেল্টে পাথর ও কাদামাটি জমাট বেঁধে ছিল। ওই সব পাথর ও কাদামাটি অপসারণ করতে গিয়ে চীনা শ্রমিক সানজিং সেন ও বাংলাদেশি শ্রমিক রেজাউল ইসলাম কয়লায় চাপা পড়েন। 

চীনা শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর বাংলাদেশি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে খনি চিকিৎসা কেন্দ্রে। রেজাউল ইসলামের বাড়ি খনি সংলগ্ন কালু পাড়া গ্রামে। তার পিতার নাম মনছুর রহমান। 

বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সিরাজুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত