জঙ্গি অর্থায়নের অভিযোগে আট এনজিও কর্মী গ্রেপ্তার

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ১৩:৪৭

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি এনজিওর আট কর্মীকে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

বুধবার (৭ নভেম্বর) রাতে মিরপুরে অভিযান চালিয়ে 'স্মল কাইন্ডনেস বাংলাদেশ' নামের ওই এনজিওর আটজনকে তারা গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উপ কমিশনার মহিবুল ইসলাম।

তিনি বলেন, “এই গ্রুপটি জেএমবি ও আনসার আল ইসলামকে আর্থিকভাবে সহায়তা করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। তারা চট্টগ্রাম অঞ্চলে নিজেদের জঙ্গি তৎপরতা জোরদার করতে চেয়েছিল।”

গ্রেপ্তারদের অধিকাংশই একসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলেও জানান তিনি। তাই তাদের নাম প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তা মহিবুল ইসলাম।

পুলিশের গণমাধ্যম কার্যালয় থেকে পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারদের নাম জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।