ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১৮:১২

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী উপস্থিত আছেন।

অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, গয়েশ্বর চন্দ্র রায়, ডা. জাফরউল্লাহ চৌধুরী, বরকউল্লাহ বুলু, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও নঈম জাহাঙ্গীর উপস্থিত আছেন।

প্রসঙ্গত, রবিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এর পরদিনই (আজ) ঐক্যফ্যন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।