x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৫৪ জন, মৃত ৩৩ জন
  •  লেবাননে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৭৮ এবং আহত ৪ হাজারের অধিক
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৭ লাখ ৫ হাজার, আক্রান্ত ১ কোটি ৮৭ লাখেরও বেশি
  •  লেবানন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশী, আহত ৭৮

‘নির্বাচন বানচালের চক্রান্ত করলে সমুচিত জবাব দেওয়া হবে’

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৩:৪১

সাহস ডেস্ক

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সংলাপ চলাকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে।’

আজ ৩ নভেম্বর (শনিবার) সকালে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থায় আমরাও প্রস্তুত।’

আজ জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীর প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এর আগে সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত