রাঙামাটির সন্তু লারমার দুই সশস্ত্র কর্মী অস্ত্রসহ আটক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৫

সাহস ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান চালিয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) দুই সশস্ত্র কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।

আজ ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে উপজেলার দুর্গম ওয়াগ্যা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ওয়াগ্য্যা ইউনিয়নের দেবতাছড়ি এলাকার দুর্গা চন্দ্র তঞ্চঙ্গ্যার ছেলে রাত চন্দ্র তঞ্চঙ্গ্যা (৪০) এবং দেবী চরণ তঞ্চঙ্গ্যার ছেলে খোকন চন্দ্র তঞ্চঙ্গ্যা (৩০)। 

যৌথবাহিনী সূত্রে জানানো হয়, পিসিজেএসএস’র দুই সশস্ত্র কর্মী দেবতাছড়ি এলাকায় নিজেদের বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল-২২ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুহাম্মদ নূর জানান, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হচ্ছে।’

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত