নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর: সেতুমন্ত্রী

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ১২:২৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১৭:০৩

অনলাইন ডেস্ক

নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকলীন মন্ত্রীসভায় খুব বেশি পরিবর্তন হবে না তবে আকার কিছুটা ছোট হতে পারে।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে করছে। মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে।

ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয় আমাদের কিছু বলার নেই।