‘সাত-আট বছরে দারিদ্র্যের হার ১০ শতাংশে নামবে’

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৬:০৩

সাহস ডেস্ক

বাংলাদেশের দারিদ্র্যের হার সাত-আট বছরের মধ্যেই ১০ শতাংশের নিচে নামিয়ে আনার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রবিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত কিশোর-কিশোরী সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা হলো, এই দারিদ্র্যসীমাটাকে ১০ শতাংশে নিয়ে যাব। এবং এই ১০ শতাংশে নিয়ে যাওয়ার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করছি বা অনুসরণ করছি, সেটাকে আমরা যদি আরো সাত-আট বছর চালিয়ে যেতে পারি, তাহলে সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।’

অর্থমন্ত্রী বলেন, এখনো দেশের দারিদ্র্য নিরসনের হার ২ শতাংশের নিচে আছে, যা আরো বাড়াতে কাজ করছে সরকার।

কোনো দেশের পক্ষেই পুরোপুরি দারিদ্র্য নিরসন সম্ভব নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন জরুরি এবং এই উন্নয়নের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত