নীলফামারীতে আটক ৪ জেএমবি সদস্য রিমান্ডে

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৭:১৪

সাহস ডেস্ক

নীলফামারীর ডোমার উপজেলার নিজ ভোগডাবুড়ী গ্রাম থেকে আটক দুই বোনসহ চার জেএমবি সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (২০ অক্টোবর) সকালে তাদের নীলফামারী জেলা জজ আদালতে হাজির করা হলে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটকরা হলেন- নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের সাদীপুর কোনাবাড়ির মৃত হযরত আলীর কন্যা সোনিয়া ও সুমী এবং ডোমারের নিজ ভোগডাবুড়ী গ্রামের কবিরাজ আব্দুল জলিল ও তার স্ত্রী রাশিদা বেগম।

নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, গত বৃহস্পতিবার জঙ্গি প্রশিক্ষণের ভিডিও-অডিও ফুটেজ, লিফলেট, চারটি মোবাইল সেটসহ চারজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম নিজে বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত