জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ১৮:২০

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হজরত মুহম্মদ (স.)- এর রওজা মোবারক জিয়ারত শেষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে জেদ্দায় পৌঁছেছেন। তিনি এখানে বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী পরে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি এরপর পবিত্র মক্কা নগরীতে যাবেন এবং রাতে উমরাহ্ পালন করবেন।

সূত্র: বাসস