রামগতিতে মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৫২

লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশ শিকারের দায়ে ৮ জন জেলেকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক এ রায় দেন।

এরআগে ভোর রাতে মেঘনা নদীর রামগতির ঘাট, টাংকী, সেন্টার খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বড়খেরী নৌপুলিশ। এসময় ১টি নৌকা ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বয়ারচর এলাকার বাসিন্দা মো: শাহেদ (৩০), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মধ্য মজলিশপুর গ্রামের মো: শাহজাহান (৪৫), মো: শাহিন (২৫), মো: শাহাবুদ্দিন (২৮), মো: শাকিল (২০), মো: শাহাদাত (২০), হাতিয়া উপজেলার চানন্দী  গ্রামের মো: সালাউদ্দিন (৩০) ও একই উপজেলার চর গোমিয়া গ্রামের গোপাল (৭০)।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ৮ জেলেকে করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক বলেন, ইলিশের ভরা প্রজনন মৌসুম চলছে। এসময়ে মাছ ধরা নিষিদ্ধ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত