গাইবান্ধায় ইলিশ ধরার দায়ে ৯ জেলে আটক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৭

সাহস ডেস্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে আটক করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা দুই হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী তাদের জরিমানা করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন, কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মুকুল মিয়া, আনারুল ইসলাম, ভবদিশ চন্দ্র, চান্দ মিয়া, জাহেদুল ইসলাম, আনিছুর রহমান, আব্দুল মান্নান মিয়া, রুবেল মিয়া ও ভাটিয়া মিয়া।

ওসি আব্দুস সোবহান জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া বিচারকের নির্দেশে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত