মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ইলিশ ধরার দায়ে ৯ জেলে আটক

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৮, ১২:৪৯

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ইলিশ ধরার দায়ে ৯ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসনের যৌথ টিম। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (১৪ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ট্রলার ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সূত্র জানায়, ইউএনও কামাল হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের একটি টিম মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। অভিযানে দুই নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৯ জনকে আটক করা হয়।

ইউএনও কামাল হোসেন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, জাল ফেলা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ইলিশ ধরা প্রতিরোধ করার জন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।