মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে দণ্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৩:৫৫

সাহস ডেস্ক

চলতি সময়ে ইলিশের ডিম ছাড়ার মৌসুম। ইলিশের এই প্রজনন মৌসুমে নির্বিঘ্নে যেন ডিম ছাড়তে পারে, সেজন্য বাইশ দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। তবে নিষেধাজ্ঞা থাকা সত্বেও থেমে নেই ইলিশ শিকার। তবে মধুমতি নদীতে অভিযান চালিয়ে ৩ জেলেকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড ও ৪ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলেরা হলেন- জাকারিয়া (৪০), জাহিদুল ইসলাম (৩৮) ও সবুজ বিশ্বাস (৬০)। এদের প্রত্যেকের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

১২ অক্টোবর (শুক্রবার) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় মধুমতি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এই অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান। এসময় গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত