উল্লাপাড়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানা জব্দ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১১:৪৫

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে নকল সার ও কীটনাশক তৈরির কারখানা জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার, কীটনাশক তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার চাঁদপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ও র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) এসব তথ্য জানান র‌্যাব-১২ ক্যাম্প সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি জোতির্ময় কুমার। তিনি বলেন, চাঁদপুর এলাকায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কারখানার ভেতর থেকে ৪০ কেজি ভিটামিন, ৩০০ লিটার নকল সার তৈরীর কেমিক্যাল, কে-ই বাংলাদেশ নামক কোম্পানির বিভিন্ন সাইজের লেভেলসহ সার ও কীটনাশক তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানা মালিক আগেই পালিয়ে গেছে। পরে দুপুরের দিকে জব্দকৃত কীটনাশক ধ্বংস হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত