দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দর

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১১:৩৯

হিলি প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি টানা ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা।

ফলে শনিবার থেকে আগামি ২০ অক্টোবর শনিবার পর্যন্ত হিলি স্থলবন্দরের সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারা।

এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও পূজা উপলক্ষে শুধু সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক থাকবে।

অপরদিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজা উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো চালু থাকবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত