রায় নিয়ে বিএনপির কর্মসূচিতে মানুষের সাড়া নেই: আইনমন্ত্রী

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৯:০৮

সাহস ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তাতে কোনো মানুষ সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমূল চকবাজারের কৃষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মন্ত্রীর একান্ত সহকারী সচিব রাশেদুল কাউছার ভূইয়া জীবন, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় মন্ত্রীকে জানানো হয় যে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে মনিয়ন্দ ইউনিয়নের যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে তার মালিকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। মন্ত্রী এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় বক্তৃতা করেন আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, রফিকুল ইসলাম, সালু মৃধা, কামরুল খান, লুৎফর রহমান ও কাউছার ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত