নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস গাজীপুরে লাইনচ্যুত

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৮, ১৮:৫৪

অনলাইন ডেস্ক

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস গাজীপুরে পুবাইলে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল ঢাকা থেকে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির লাইনচ্যুত হয়।

ট্রেনে থাকা এক যাত্রী বলেন, হঠাৎ বিকট শব্দে উপকূল এক্সপ্রেসের তিন নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়ে নিচে পড়ে যায়। চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে পুবাইল রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান মৃধা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন গাজীপুরের পুবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনার পর ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।