মেঘনায় ইলিশ ধরার অপরাধে তিন জেলের এক বছর করে কারাদণ্ড

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৮, ১৪:০৯

অনলাইন ডেস্ক

সরকারি নিষেধাজ্ঞা জারির প্রথমদিন ভোলার মেঘনায় ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ইব্রাহিম (২৫), মতিন (৩০) এবং ইব্রাহিম (২০)। তাদের বাড়ি উপজেলার ইলিশা জংশন এলাকায়।

রবিবার (৭ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এ দণ্ড দেন।

এর আগে সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নৌপুলিশ ও মৎস্যবিভাগের একটি যৌথ দল মেঘনার মাঝেরচর এলাকা থেকে ট্রলার ও ১০ কেজি ইলিশসহ ওই তিন জেলেকে আটক করে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ সময় ইলিশ ধরা, বিক্রি, সরবরাহ, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষার্থে সকালে মেঘনায় অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের এক বছর করে কারাদণ্ড দেন। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।