মেঘনায় ইলিশ ধরায় রামগতিতে ১৪ জেলের কারাদণ্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৩:২০

লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশ শিকারের দায়ে ১৪ জন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক এ রায় দেন।

এর আগে গভীর রাতে মেঘনা নদীর চর আবদুল্যাহ, হুজুরের খালসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২টি নৌকা ও ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ১৪ জেলেকে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত