অবৈধ সিম বিক্রির দায়ে গ্রামীণফোনের দুই সিনিয়র এক্সিকিউটিভ আটক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১১:০৬

সাহস ডেস্ক

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কর্পোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রির দায়ে গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভকে (বিজনেস সেলস) আটক করেছে র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সিম জব্দ করা হয়।

শনিবার (৬ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে দিনগত রাতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তারা হলেন, সৈয়দ তানভীরুর রহমান ও পরিবেশক তৌফিক হোসেন খান পলাশ।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, বিভিন্ন কোম্পানির নামে কর্পোরেট সিম ইস্যু করে বাইরে বিক্রি করছিল একটি চক্র। সম্প্রতি একটি নাম্বার থেকে কল করে এক বিদেশি নাগরিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। সেই তদন্তের সূত্রধরে এ চক্রটি শনাক্ত করে সৈয়দ তানভীরুর ও তৌফিককে আটক করা হয়।

আজ রবিবার (৭ অক্টোবর) বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত