৭ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৮, ১৩:০৮

সাহস ডেস্ক

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। বুধবার বিকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সংবাদ এ কথা জানান।

তিনি বলেন, নিষিদ্ধের সময়ে মাঠ পর্যায়ে অভিযানের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট উপজেলায় ৬১ জন কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই ২২ দিন উপকূলীয় চিহ্নিত ৭ সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

ওইসব এলাকায় বিমানবাহিনীর হেলিকপ্টার রেকি করবে বলেও জানান তিনি।

ইলিশের উৎপাদন আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে ২ দশমিক ৯৮ লাখ মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয় আর ২০১৬-১৭ অর্থ বছরে উৎপাদিত হয় ৪ দশমিক ৯৬ মেট্রিক টন ইলিশ।

প্রধান প্রজনন মৌসুম ইলিশ সংরক্ষণে দেশবাসীকে মা ইলিশ ধরা, কেনা বেচা এবং খাওয়া ৎেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত