পাটের পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৮, ১৫:২৩

অনলাইন ডেস্ক

বাণিজ্যিকভাবে পাট থেকে পরিবেশবান্ধব পলিথিন তৈরিতে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)।

মঙ্গলবার (২ অক্টোবর) সচিবালয়ে বিজেএমসির সচিব এ কে এম তারেক ও যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার গ্রিমি কোলহার্ড সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশি বিজ্ঞানীর আবিস্কৃত পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ উৎপাদনে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান সব ধরনের মেশিনারিজ সহযোগিতা দেবে। আগামী ৬ থেকে ৯ মাসের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে যাবে বিজেএমসি।