লালমনিরহাটে বালু ও পাথর উত্তোলনে হুমকিতে বিদ্যালয়

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১১:৩৬

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা নদীর ভাঙ্গন রক্ষার্থে যখন সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে ঠিক তখনই তিস্তা নদীর কূলে মেশিন দিয়ে বালু ও পাথর তুলে ভাঙ্গনকে উসকিয়ে দেওয়া হচ্ছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়ের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উওর-পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লুৎফর রহমানের সহযোগিতায় ময়েজ আলী নামে এক ব্যক্তি মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করছেন। বালু ও পাথর তোলার কারণে ওই বিদ্যালয়টিসহ শত শত আবাদি জমি ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে।

বালু উত্তোলনকারী ময়েজ আলী জানান, স্থানীয় সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিনের সাথে কথা বলে তার অনুমতি নিয়ে বাড়ি করার জন্য মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন তিনি।

সির্ন্দুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরল আমিন জানান, আমাকে নদীর মধ্য স্থান থেকে বসত বাড়ি ভরাটের জন্য কিছু বালু তোলার কথা বলেছে। নদীর কিনার থেকে বালু বা পাথর তোলা হলে ব্যবস্থা নেওয়া হবে। 

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত