কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে আটকে আছে ৩ শতাধিক যানবাহন

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ১৫:২৬

সাহস ডেস্ক

নাব্যতা সংকটে আজ সোমবারও ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। প্রয়োজনের তুলনায় কম ফেরি চলাচল করায় ঘাটে আটকে আছে ৩ শতাধিক যানবাহন। তবে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের ট্রাককে অগ্রাধিকার দিয়ে ফেরিতে পার করা হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, নাব্যতা সংকটে নদীতে ড্রেজিং কাজ চলায় প্রতিদিন রাত ৮টার থেকে সকাল ৭টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ড্রেজিং কার্যক্রম কিছুটা উন্নতি হলে এই নৌরুটে চলাচলকারী ১৮টি ফেরির মধ্যে ৪টি ছোট ফেরি স্বল্প পরিসরে যানবাহন নিয়ে পারাপার শুরু হয়। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নদীতে চায়না ড্রেজারসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে আটকা পরেছে ৩ শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত