হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ ছাত্রী আহতের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১০

হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সড়ক খাসের হাট বাজার নামক স্থানে মালবাহী টমটমের চাপায় ৩ স্কুল ছাত্রী গুরুতর আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

বুধবার সকাল ১০টায় ৩ ছাত্রী আহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করে রাখে এবং নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

জানা গেছে, বুধবার সকালে ছাত্রীরা যখন খাসের হাট বাজার সংলগ্ন প্রধান সড়ক দিয়ে স্কুলে যাচ্ছিল তখন মালবাহী একটি টমটম বেপরোয়া গতিতে এসে ওই ৩ ছাত্রীকে চাপা দেয়। এতে সুখচর মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইশরাত জাহান (১২), মাইমুনা আক্তার (১১) ও খাসের হাট মাজেদা বালিকা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শেণির ছাত্রী লিমা আক্তার (১৩) গুরুতর আহত হয়।

আহত ছাত্রীদের আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সমাবেশে বক্তাগণ সকল অবৈধ যান চলাচল বন্ধ করা সহ দোষী টমটম চালকের শাস্তির দাবী করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত