পাহাড়ী ঢলে বাড়ছে পদ্মার পানি

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮

রাজশাহী প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বাড়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় রাজশাহী সীমান্তে চার সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপকারী এনামুল হক।

তিনি বলেন, রাজশাহী সিমান্তে প্রতিদিন পাঁচ থেকে ছয় সেন্টিমিটার করে পানি বাড়ছে। গত সোমবার পদ্মায় পানি ছিলো ১৬ দশমিক ৭৫, মঙ্গলবার ছিলো ১৬ দশমিক ৮৩, বুধবার ছিলো ১৬ দশমিক ৯০ ও বৃহস্পতিবার পদ্মায় পানি ছিলো ১৯ দশমিক ৯৪ সেন্টিমিটার।

গতকাল শুক্রবার নগরীর টিবাধ এলাকায় কথা হয় কয়েকজন নৌকার মাঝির সঙ্গে। তারা বলেন, পদ্মায় মাঝের চরগুলো ডুবে গেছে। চরে রাখা গরু-মহিষগুলো নিরাপদে সরিয়ে নিয়েছে মালিকরা। নদীতে যেভাবে পানি বাড়ছে তাতে অতি শীঘ্রই ভাঙন দেখা দিতে পারে। পদ্মায় পানি বাড়ায় নৌকায় ভ্রমণ করছেন অনেকেই। এর ফলে ভালো ব্যবসা হচ্ছে বলে জানান নৌকার মাঝিরা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত