কালিয়াকৈরের আতঙ্ক ‘মুচি জসিমের’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১

সাহস ডেস্ক

গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে জসিম ইকবাল ওরফে ‘মুচি জসিম’ (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার কালিয়াকৈরে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। সে ১৭ মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাকি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আজ শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দু’দল সন্ত্রাসীর মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সম্প্রতি কিছু দিন ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জসিমকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। এ দিকে জসিম গ্রেপ্তারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর এলাকায় স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ সেখানে গেলে টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত জসিম ইকবাল কিশোরগঞ্জের হোসেনপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ১৫ থেকে ২০ বছর আগে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এসে জুতা তৈরির একটি কারখানায় পিয়ন পদে চাকরি নেন। এর আগে কিছুদিন টোকাইয়ের কাজও করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে নিজেই জুতা বানিয়ে ওই কোম্পানিতে সরবরাহ করতে শুরু করেন তিনি। এ জন্য এলাকায় মুচি জসিম নামে তার পরিচিতি রয়েছে। তিনি শতকোটি টাকার মালিক।  শুধু তাই নয়, স্থানীয় পুলিশ প্রশাসনের আশীর্বাদপুষ্ট জসিম ইকবালের শক্তিশালী ক্যাডার বাহিনী আছে বলেও অভিযোগ রয়েছে। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন জায়গায় বনের অন্তত ৩০০ বিঘা জমি দখল করে পৃথক বেশ কয়েকটি সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত