শাহ আমানতে যাত্রীর ব্যাগে ৪৫টি সোনার বার

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক যাত্রীর নাম গিয়াস উদ্দিন।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে মাসকট থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিন। পরে তার ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মাহাবুব আলম।

সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব সোনা আটক করা হয়। সোনার মোট ওজন পাঁচ কেজি। এর মূল্য আনুমানিক সোয়া দুই কোটি টাকা।

এ ছাড়া বাংলাদেশ বিমানের যাত্রী নজরুল ইসলামের কাছ থেকে ৭১২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ।

এর আগে গতকাল মঙ্গলবার শাহ আমানতে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়।