সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : নাসিম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪২

সোহাগ লুৎফুল কবির

বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম (এমপি)।

তিনি জানান, সংলাপের কথা বলে কোনরকম ফর্মুলা দিয়ে লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই সকল দলের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে দেশের জনগণ।

রবিবার সকালে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট বিমল কুমার দাশ।

এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ আবু ইউসুফ সূর্য, সদর পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য প্রান গোবিন্দ চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য হীরক গুন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক, তৃনমুল ঐক্য পরিষদের সভাপতি পল্টু চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সহ সভাপতি বিজয় দত্ত অলোক, যুগ্ন সম্পাদক সুকান্ত সেন প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত