ওস্তাদ ব্রেক করেন, সামনে পুকুর

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৮, ১৩:১৬

‘ওস্তাদ ব্রেক করেন, সামনে পুকুর’ গৈলঝাড়া বাইপাস সড়কে গাড়ি চলাচলের সময় আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ির ড্রাইভারকে এমনই সংকেত দিয়েছিলেন গাড়ির হেলপার রফিক।

বাইপাস সড়কের ৪ কি.মি. রাস্তায় অসংখ্য খানা খন্দক ও বড় বড় গর্তে পানি জমে সড়কের মাঝখানে পুকুরের মত জলাশয়ের সৃষ্টি হয়েছে। আর এসব খানা খন্দক ও গর্ত অতিক্রম করতে গিয়ে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।

এই সড়কে গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে একাধিকবার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কে প্রায় ৪ কি.মি. সড়ক সংস্কার না করায় যানবাহনে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাতের অন্ধকারে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। কিছু গর্তে ইট-বালু দিয়ে চলাচলের উপযোগী করা হলেও তা পর্যাপ্ত নয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়ক খানা খন্দক ও গর্ত হয়ে লোকজন, যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বরিশাল সড়ক ও জনপথ বিভাগ থেকে ১৬ কি.মি. সড়ক সংস্কারের জন্য ২০১৮ সালের প্রথম দিকে ২৩ কোটি টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান এম খান গ্রুপ কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান বাইপাসের ৪ কি.মি. বাদে ১২ কি.মি. সড়কের সংস্কার কাজ শেষ করে। দীর্ঘদিনেও বাইপাসের ৪ কি.মি. সড়ক সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত হয়ে যানবাহন চলাচল বন্ধের পথে রয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে দীর্ঘদিনেও এই ৪ কি.মি. সড়ক সংস্কার কাজ করা হয়নি। তারা সড়কের বড় বড় গর্তে ইট-বালু দিয়ে কোন রকমে চলাচলের ব্যবস্থা করলেও তা অতিবৃষ্টির কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়।

সওজ উপ-সহকারী প্রকৌশলী এমএ হানিফ বলেন, বৃষ্টি মৌসুম শেষ হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করবে। বর্তমানে গাড়ি ও লোকজনের চলাচলের জন্য ঠিকাদারী ইট-বালু দিয়ে গর্ত ভরে দিয়েছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত